
বিজ্ঞপ্তি : খুলনা জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি চৌধুরী মো. রায়হান ফরিদ শুক্রবার দুপুরে পূর্ব রূপসাস্থ বাগমারা আব্বাসিয়া জামে মসজিদের নির্মাণ কাজ পরিদর্শন করেন। পরে তিনি মসজিদ কমিটির সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি মসজিদ নির্মাণ কাজে আর্থিক সহায়তার আশ্বাস দেন। পরে তিনি ওই মসজিদে জুম্মার নামাজ আদায় করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোহাম্মদ ইলিয়াস শেখ, মসজিদ কমিটির সভাপতি এস এম মাহবুবুর রহমান, জাকিয়ার রহমান ওমান, আরাফাত হোসেন মিয়া, আমিনুল ইসলাম শাওন, গিয়াস উদ্দিন মিঠু, সাংবাদিক আমিরুল ইসলাম বাবু, শামীম তালুকদার, নিক্সন ঘোষ, শেখ হাসানুর রহমান, জাহিদুর রহমান মিল্টন, তারেক আজিজ, আবু জার হোসেন বাবু, আবু হুরাইরা, আবু আমীর, মহিদুল শেখ ও জনি প্রমুখ।