জন্মভূমি রিপোর্ট : খুলনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ইয়াসির আরেফীনের মাতা হোসনে আরা খানম (৭৪) গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে বার্ধক্যজনিত কারণে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। জামালপুর জিলা স্কুলের প্রাক্তন শিক্ষিকা হোসনে আরা খানম একজন মহীয়সী নারী ছিলেন। তিনি চাকরি জীবনে একজন কর্তব্যপরায়ণ, সৎ, দক্ষ এবং মানবিক গুণাবলী সম্পন্ন ব্যক্তি হিসেবে সকলের নিকট সমাদৃত ছিলেন। তার একমাত্র পুত্র খন্দকার ইয়াসির আরেফীন বিসিএস প্রশাসন ক্যাডারের ২৪তম ব্যাচের সদস্য হিসেবে বর্তমানে জেলা প্রশাসক এবং একমাত্র কন্যা ডা. নাঈমা ইশরাত এষা বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ৩১তম ব্যাচের সদস্য হিসেবে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত আছেন। মৃত্যুকালে তিনি স্বামী ও দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। খুলনা জেলা প্রশাসনের এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়।
এদিকে জেলা প্রশাসকের মায়ের মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছে বিভিন্ন সংগঠন।
॥ জেলা প্রশাসন পরিবার ॥
এক শোকবার্তায় জেলা প্রশাসন পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ইয়াসির আরেফীন ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।
॥ জেলা প্রশাসনের শোক বার্তা ॥
আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, খুলনা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ইয়াসির আরেফীন এঁর মমতাময়ী মাতা হোসনে আরা খানম (৭৪) অদ্য ২৩.০৬.২০২৩ খ্রি. শুক্রবার দিবাগত রাত ১২.০৩ মিনিটে বার্ধক্যজনিত কারণে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জামালপুর জিলা স্কুলের প্রাক্তন শিক্ষক হোসনে আরা খানম একজন মহীয়সী নারী ছিলেন। তিনি চাকরিজীবনে একজন কর্তব্যপরায়ণ, সৎ, দক্ষ এবং মানবিক গুণাবলী সম্পন্ন ব্যক্তি হিসেবে সকলের নিকট সমাদৃত ছিলেন। তার একমাত্র পুত্র খন্দকার ইয়াসির আরেফীন বিসিএস প্রশাসন ক্যাডারের ২৪তম ব্যাচের সদস্য হিসেবে বর্তমানে খুলনা জেলা প্রশাসক এবং একমাত্র কন্যা ডা. নাঈমা ইশরাত এষা বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ৩১তম ব্যাচের সদস্য হিসেবে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত আছেন। মৃত্যুকালে তিনি স্বামী ও দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
॥ জেলা ক্রীড়া সংস্থা ॥
মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি কাজী শামীম আহসান, এস এম মোর্ত্তজা রশিদী দারা, আবুল মনসুর আজাদ, মোঃ গোলাম রহমান, সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম রশিদী দোজা, মোঃ মোতালেব মিয়া, ক জি এম রেজাউল ইসলাম, মোঃ মোমতাজ আহম্মেদ (তুহিন), হাসান জহীর মুকুল, মোল্লা খায়রুল ইসলাম, এস এম খালেদীন রশিদী সুকর্ন, মোঃ বেলাল হোসেন, মোঃ তরিকুল ইসলাম, নাজমুস সাদাত সিদ্দীকি (সুমন), এস,এম, ইনামুল কবির মন্নু, অধ্যাপক আহমেদুল কবীর (চাইনিজ), মনোয়ার আলী মনু, ইমতিয়াজ হোসেন পিলু, শাহ আসিফ হোসেন রিংকু, ফরহাদ নেওয়াজ সিমু, মোঃ নাজমুল ইসলাম, ফয়সাল আহম্মেদ পপা, কে এম ইকবাল হোসেন, খান নজরুল ইসলাম, ফারহানা আহমেদ, শাহানাজ ফাতেমা আজাদ মৌরী।
॥ খুলনা প্রেসক্লাব ॥
গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।
॥ কেইউজে ॥
জেলা প্রশাসকের মায়ের মৃত্যুতে শোক জানিয়ে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর পক্ষ থেকে বিবৃতি দেয়া হয়েছে। বিবৃতিদাতারা হলেন সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, মো: জাহিদুল ইসলাম, আলমগীর হান্নান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ, নেয়ামুল হোসেন কচি, দিলীপ বর্মন, শেখ আব্দুল হামিদ, এসএম মনিরুজ্জামান, আনোয়ারুল ইসলাম কাজল, মিলন হোসেন, শেখ জাহিদুল ইসলাম।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত