বিজ্ঞপ্তি : শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ করা হয়। প্রহসনমূলক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ডামি সরকারের আমলে দ্রব্যমূল্য বৃদ্ধি, ক্রমবর্ধমান খুন, ধর্ষণ, গ্যাস ও জ্বালানি সংকটের প্রতিবাদ এবং গণতন্ত্র ও মানবাধিকার, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আহ্বান জানিয়ে খুলনার প্রত্যন্ত অঞ্চলে লিফলেট বিতরণ করছে জেলা বিএনপি। নগরীর কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে ক্লে রোড, ডাকবাংলো মোড় হয়ে সিমেট্টি রোড, পিকচার প্যালেস মোড় হয়ে বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন জেলা যুগ্ম-আহবায়ক অধ্যাপক মনিরুল হক বাবুল, মোল্লা মোশারফ হোসেন মফিজ, এসএম শামীম কবির ও কেএম আশরাফুল আলম নান্নু, খন্দকার ফারুক হোসেন, শেখ হাফিজুর রহমান, আবু সাঈদ খান, মোহাম্মদ জাবেদ হোসেন মল্লিক, মোল্লা কবির হোসেন, মোল্লা আইয়ুব হোসেন, নাজিমুজ্জামান জনি, আব্দুল মান্নান মিস্ত্রি, মোঃ শহিদুল ইসলাম, মেহেদী হাসান মিন্টু, আবুল কালাম আজাদ, এসএম আব্দুল মালেক, আব্দুল মালেক, মোঃ দিদারুল ইসলাম, শফিকুল ইসলাম বাচ্চু, হাবিবুর রহমান বেলাল প্রমুখ।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত