
বিজ্ঞপ্তি : জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও খুলনা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েদ খুলনা জেলা কারাগার হতে মুক্তি পেয়েছেন। তিনি বৃহস্পতিবার বিকেল ৫টায় মুক্তিপান।
কারাগার ফটকে নেতা-কর্মী তাকে ফুল দিয়ে বরণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্নার নিঃশর্ত মুক্তি ও শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবীতে নগরীতে বিক্ষোভ মিছিল বের করে। পরে বিএনপি’র কার্যালয়ে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সভাপতিত্ব করেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহেল কাফী সখা। অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ জাবির আলী। বক্তৃতা করেন খুলনা মহানগর বিএনপি’র আহ্বায়ক এ্যাড. শফিকুল আলম মনা, জেলা বিএনপি’র আহ্বায়ক আমির এজাজ খান, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপি’র সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু হোসেন বাবু, যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, তৈয়েবুর রহমান, শফিকুল ইসলাম হোসেন, এনামুল হক সজল, মনিরুজ্জামান মন্টু, তরিকুল ইসলাম তারেক, আরিফুর রহমান আরিফ, মিজানুর রহমান মিল্টন, নাজমুস সাকির পিন্টু, পাইকগাছা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, এম এ হাসান, মশিউর রহমান লিটন, সরদার দৌলত হোসেন, হেমায়েত রশীদ খান, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আতাউর রহমান রুনু, মহানগর ছাত্রদলের আহ্বায়ক ইশতিয়াক আহমেদ ইশতি ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন।