
বিজ্ঞপ্তি : আগামী ১৩ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনায় আগমন উপলক্ষে আনন্দ মিছিল ও জনসভা সফল করার লক্ষ্যে আনন্দ মিছিল পূর্বক এক আলোচনা সভা করেছে জেলা যুবলীগ, জেলা স্বেচ্ছাসেবক লীগ ও জেলা ছাত্রলীগ। বৃহস্পতিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ের সামনে আনন্দ মিছিলপূর্বক আলোচনা সভায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ, সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মাহফুজুর রহমান সোহাগ, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ পারভেজ হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন। এ সময় জেলা যুবলীগ, জেলা স্বেচ্ছাসেবক লীগ ও জেলা ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় নেতৃবৃন্দ বলেন, খুলনার যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীসহ দক্ষিণ অঞ্চলের দলীয় সকল নেতা-কর্মীরা উচ্ছ্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৩ তারিখ খুলনার জনসভা সফল করতে। প্রধানমন্ত্রী খুলনার জনসভা জনসমুদ্রে পরিনত হবে। আলোচনা সভা শেষে একটি আনন্দ মিছিল দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়ে নগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।