
বিজ্ঞপ্তি : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিটের পক্ষ থেকে মঙ্গলবার বিকেলে বটিয়াঘাটা উপজেলার গাওঘরা বাজার চত্বরে শীতার্ত দু:স্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন জেলা পরিষদ ও জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু।
জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান জোবায়ের আহমেদ খান জবার সভাপতিত্বে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে জেলা ইউনিট কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, জেলা ইউনিটের যুব প্রধান মুস্তাকিম বিল্লাহ মুহিত, সুরখালি ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন লিটু, ইউপি সদস্য সরদার নাজমুস সাকিব, আবুল কালাম হালদার, রুনা বেগম, সুজিত রায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম ফরিদ রানা। অনুষ্ঠানে কাতার রেড ক্রিসেন্টের অনুদানকৃত ২শ’টি কম্বল দু:স্থদের মধ্যে বিতরণ করা হয়। জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্যরা কম্বল বিতরণে সহযোগিতা করে।
কম্বল বিতরণকালে প্রধান অতিথি শেখ হারুনার রশীদ বলেন, যে কোনো প্রাকৃতিক দুর্যোগে রেড ক্রিসেন্ট সোসাইটি অসহায় মানুষের পাশে দাঁড়ায় এবং সাধারণ মানুষের দুর্দশা লাঘবে সবরকম সহযোগিতা করে। আর্তমানবতার সেবায় জেলায় রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রম অব্যহত থাকবে।