বিজ্ঞপ্তি : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিট ও জেলা পরিষদের উদ্যোগে সোমবার দিঘলিয়া উপজেলার ইউনিয়ন পরিষদ চত্বরে শীতার্ত দু:স্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন জেলা পরিষদ ও জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ও বিশেষ অতিথি ছিলেন জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু।
দিঘলিয়া ইউপি চেয়ারম্যান হায়দার আলী মোড়লের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান জোবায়ের আহমেদ খান জবা, দিঘলিয়া উপজেলা চেয়ারম্যান মারুফুল ইসলাম, ফারহানা হালিম, মোঃ তরিকুল ইসলাম। অনুষ্ঠানে ৩ শতাধিক কম্বল বিতরণ করা হয়। কাতার রেড ক্রিসেন্টের অনুদানকৃত ও জেলা পরিষদের সহযোগিতায় এই কম্বল বিতরণ করা হয়। জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্যরা কম্বল বিতরণে সহযোগিতা করে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত