
শরণখোলা আঞ্চলিক অফিস : বাগেরহাটে শনিবার সকালে ক্ষুদ্র পরিসরে জেলেদের প্রথাগত এবং দাবি অধিকারের উপর সাংবাদিকদের নিয়ে অনুসরন সভা অনুষ্ঠিত হয়েছে। উন্নয়ন ও স্বেচ্ছাসেবী সংস্থা “উদয়ন”এই সভার আয়োজন করে।
শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১১টায় বাগেরহাটের খারদ্বারে উদয়ন বাংলাদেশ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান। উদয়নের সেক্রেটারী ও সাংবাদিক ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন,বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম ও শরণখোলা প্রেসক্লাবের সভাপতি শেখ মোহাম্মদ আলী। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, যমুনা টিভির প্রতিনিধি ইয়ামিন আলী, সময় টিভির প্রতিনিধি এম আকবর টুটুল, দীপ্ত টিভির মামুন হোসেন, বৈশাখী টিভির আকমল উদ্দিন সাখি, পূর্বাঞ্চল প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন প্রমূখ। সভায় উদয়ন বাংলাদেশের চলমান প্রকল্পের বিস্তারিত উপস্থাপন করেন প্রকল্প কর্মকর্তা মেঘলা জামান। সভায় প্রান্তিক জেলেদের জীবন মান উন্নয়নে চলমান কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে ব্যপক পর্যালোচনাসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ক্ষুদ্র পরিসরে জেলেদের প্রথাগত এবং দাবি অধিকারের উপর সাংবাদিকদের নিয়ে অনুষ্ঠিত অনুসরন সভায় বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ১৩ জন সাংবাদিক অংশ গ্রহণ করেন।