
জন্মভূমি রিপোর্ট : জোহরা খাতুন বিদ্যানিকেতনের শিক্ষার্থীদের মাঝে দেশীয় জাতের পেয়ারা গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় প্রথম শিফট ও দুপুর পৌনে ১২টায় এই দু’ শিফটে দেড়হাজার শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি তৌফিক রহমান শিক্ষার্থীদের মাঝে এই গাছের চরা বিতরণ করেন। এ সময় স্কুলের প্রধান শিক্ষক সারা চৌধুরীসহ শিক্ষক মন্ডলী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতি তৌফিক রহমান বলেন, দেশীয় জাতের পেয়ারা গাছের চারা বাড়ির ছাদ ও আঙ্গিনায় রোপণ করা যায়। এতে ফলের দাহিদা পূরণ হবে এবং পরিবেশও ভালো থাকবে।