জন্মভূমি ডেস্ক : ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে মিয়া আরেফি কখনো কথা বলেননি। তবে করোনার সময় যখন জুম মিটিং হয়েছিল তখন জো বাইডেনের স্ত্রীর সঙ্গে কথা হয়েছিল। এরপর তার আর কারও সাথে কথা হয়নি।
তিনি বলেন, লে. জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দী তাকে শিখিয়ে দিয়ে যে অন্যদিকে ধাবিত করেছেন এটা তিনি বুঝতে পারেননি। তাকে ফাঁদে ফেলা হয়েছিল। তাকে যেভাবে শিখিয়ে দেওয়া হয়েছিল ২৮ অক্টোবর সংবাদ সম্মেলনে সেভাবেই বলেছেন। এখন তিনি অনুতপ্ত। এটা ঠিক করেনি।
মঙ্গলবার (৭ নভেম্বর) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা মিয়া জাহিদুল ইসলাম আরেফিকে কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারা ফটকে জিজ্ঞাসাবাদ করেছেন মোহাম্মদ হারুন অর রশীদ। জিজ্ঞাসাবাদ শেষে কারা ফটকে অপেক্ষমাণ সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
ডিবি প্রধান বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, শিমুল বিশ্বাসের সঙ্গে কথা বলেছেন এবং আব্দুল আউয়াল মিন্টুর বাসায় গিয়েছেন সারওয়ার্দী। মিয়া আরেফিকে গুলশান অফিসে বিএনপির ব্রিফিংয়ে যাওয়ার জন্য সব কিছু ব্যবস্থা করে দিয়েছেন সারওয়ার্দী। সেখানে মিয়া আরেফি যেন হাসান সারওয়ার্দীর নাম প্রকাশ করেন তাও শিখিয়ে দিয়েছেন। তাকে যেন হাইলাইটস করা হয়।