ভেড়ামারা প্রতিনিধি : উপজেলার ঝাউদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুছের বিরুদ্ধে নতুন করে শিক্ষক-কর্মচারী নিয়োগ, স্কুলের জমি ভোগ দখলসহ বিভিন্ন অনিয়মের লিখিত অভিযোগ পাওয়া গেছে। ইতিমধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে ঝাউদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুছের বিরুদ্ধে কারণ দর্শনো নোটিশ প্রদান করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের শিক্ষা কর্মকর্তা মোঃ তরিকুল ইসলামের সুত্রে জানা গেছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের স্মারক নং ৪জি/২৬৯-ম/১৫/৮৬৫ তারিখ ১২/০৪/২০২৩ইং, আব্দুল কুদ্দুছ প্রধান শিক্ষক ঝাউদিয়া মাধ্যমিক বিদ্যালয় দৌলতপুর, কুষ্টিয়া। বিধি লঙ্গন করে শিক্ষক-কর্মচারী নিয়োগ, স্কুলের নামে প্রায় ১১৬ শতাংশ জমি নিজ ভোগ দখল করে রাখা এবং স্কুলের টাকা ব্যাংকে জমা না রাখা সংক্রান্ত নানাবিধি অনিয়ম ও দুর্নীতি করছেন এই মর্মে উপজেলা নির্বাহী কর্মকর্তার তদন্তে প্রমানিত হয়েছে। প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুছের বিরুদ্ধে অভিযোগ তদন্তে সত্যতা প্রমানিত হওয়ায় জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা ২০২১ এর ১৮.১ (খ,গ) ধারা মোতাবেক কেন আপনার বেতন-ভাতা স্থগিত/ বন্ধ করা হবে না কেন এই মর্মে উক্ত চিঠি উপজেলা নির্বাহী অফিসার, উপ-পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চল, জেলা শিক্ষা অফিসার কুষ্টিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও সভাপতি ঝাউদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের বরাবর প্রেরণ করেছে। কারণ দর্শনো নোটিশ দেওয়ার পরও উপজেলার ঝাউদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুছ নতুন করে শিক্ষক -কর্মচারী নিয়োগের পায়ঁতারা করছে।