
জন্মভূমি ডেস্ক : ভারতের ঝাড়খণ্ড রাজ্যে মাওবাদী হামলায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। তল্লাশি চলাকালীন এ মারাত্মক হামলা করা হয়। স্থানীয় গণমাধ্যমগুলো এ তথ্য দিয়েছে।
এনডিটিভির প্রতিবেদন অনুসারে, ‘পশ্চিম সিংভূম জেলায় মাওবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধে রাজ্য পুলিশের ঝাড়খন্ড জাগুয়ার ফোর্সের দুই জওয়ান নিহত হয়েছেন। এক শীর্ষ পুলিশ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।’
সোমবার গভীর রাতে টনটো এলাকায় এ ঘটনা ঘটে।’
পশ্চিম সিংভূমের পুলিশ সুপার আশুতোষ শেখর পিটিআই-কে বলেন, “অমিত তিওয়ারি ও গৌতম কুমার নামে দুই জওয়ান মাওবাদীদের হামলায় নিহত হয়েছেন।”
একই অঞ্চলে মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে একজন সিআরপিএফ জওয়ান নিহত এবং আরেকজন আহত হওয়ার কয়েক দিন পর এ ঘটনাটি ঘটেছে। ওই এলাকায় চিরুনি অভিযান চলছিল বলে জানা গেছে।
এর আগে শনিবার সন্ধ্যায় ঝাড়খণ্ডেরই লাতেহারেরবালুমঠ থানা এলাকায় মাওবাদীদের গুলিতে মৃত্যু হয়েছিল রাজেন্দ্র প্রসাদ সাহু নামে এক বিজেপি নেতার। তার পা, কোমর ও পেটে গুলি লেগেছিল।