
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জাল সই ও জাল দলিল তৈরি করে ১১৯ শতক জমি দখলের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ কর্মী আওরঙ্গ জেবের বিরুদ্ধে। উপজেলার নাভারণ ইউনিয়নের কুন্দিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মৃত হুমায়ুন কবিরের মেয়ে ইভা আক্তার তন্নী বাদী হয়ে ছোট চাচা আওরঙ্গ জেবের বিরুদ্ধে ঝিকরগাছা আমলী আদালতে মামলা করেছেন। মামলাটি আমলে নিয়ে আদালত সিআইডি যশোর পুলিশ সুপারকে তদন্ত করে আগামী ১৮ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন (সি.আর. নং ৯৮০/২৫)।
বাদী অভিযোগ করেন, আওরঙ্গ জেব ২০০৮ সালে জাল দলিল তৈরি করে জমির নামজারি করে মালিকানা দাবি করেন। তদন্তে দেখা যায়, উল্লিখিত দলিল দুটি অন্য মৌজার জমির এবং দলিলে ব্যবহৃত সই-সিল জাল। স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা ব্যর্থ হওয়ায় আদালতের দ্বারস্থ হন তারা।
অভিযুক্তের বড় ভাই রুস্তম আলী জানান, ছোট ভাই আওরঙ্গ জেব জাল কাগজপত্র ব্যবহার করে পরিবারের জমি দখল করেছেন। তিনি এর ন্যায়বিচার চান।
এ বিষয়ে নাভারণ ইউনিয়ন বিএনপি নেতা হারুন অর রশিদ হান্টু বলেন, আওরঙ্গ জেব অতীতে নাভারণ বাজার কমিটির সেক্রেটারি থাকাকালে নানা অনিয়মে জড়িত ছিলেন এবং পরবর্তীতে পদচ্যুত হন।