
যশোর অফিস : মঙ্গলবার বিকেলে ঝিকরগাছা উপজেলাধীন রেলরোডে উপজেলা বিএনপি কর্তৃক দলীয় কর্মসূচি গ্রহণের গণ-ভোজের আয়োজনে পুলিশ ও স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী কর্তৃক অতর্কিত হামলা করেছে। উক্ত ঘটনায় ঝিকরগাছা উপজেলা বিএনপির আহবায়ক মোর্তজা ইহাইহি টিপু এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মোনাজ্জেল হোসেন লিটন দাবি করেন ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্তের নেতৃত্বে এক দল পুলিশের সাথে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা এসে তাদের উপর হামলা চালায় এবং কর্মসূচি স্থলের প্যান্ডেল ভেঙ্গে চুরমার করে দেয়। এছাড়া রান্নার জ্বালানিসহ বিভিন্ন দ্রব্য সামগ্রী নিয়ে যায়।