
ডেস্ক রিপোর্ট : যশোরের ঝিকরগাছা উপজেলার মাগুরা ইউনিয়নে অমৃতবাজার গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ১ জনের মৃত্যু হয়েছে। তিনি সুনীল কুমার রায়ের ছেলে বিকাশ কুমার রায় (৪০)। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি। মাগুরা ইউনিয়নের অমৃতবাজার গ্রামের মৃতের বাবা সুনীল কুমার রায় জানান, আমার ছেলে বিকাশ কুমার রায় তার বাড়িতে ড্রেসিং টেবিলের কাজ করছিল। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্টে আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে ঝিকরগাছা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পার্থ সারথি জানান, রোগী হাসপাতালে আসার আগেই মারা গিয়েছিলেন। তিনি বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন। ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। বিকাল ৩ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহ হাসপাতালে রয়েছে।