
যশোর অফিস : চাকরি দেয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে ঝিকরগাছার উজ্জলপুর শহীদ মুক্তিযোদ্ধা দাখিল মাদ্রাসার সুপার বায়জিদ বোস্তমীর বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। বুধবার উজ্জলপুর গ্রামের গোলাম সরোয়ার বাদী হয়ে এ মামলা করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সালামান আহমেদ শুভ অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।
মামলার অভিযোগে জানা গেছে, ২০২০ সালের ১৫ অক্টোবর ঝিকরগাছার উজ্জলপুর শহীদ মুক্তিযোদ্ধা দাখিল মাদ্রাসায় নিরাপত্তাকর্মী ও আয়া পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। নিরাপত্তাকর্মী পদে গোলাম সরোয়ারের ছেলে মুস্তাহিদ হোসেন আবেদন করেন। এরপর মাদ্রাসার সুপার মোস্তাহিদ হোসেনকে চাকরি দেয়ার জন্য ২০ অক্টোবর দেড় লাখ টাকা গ্রহণ করেন। নির্ধারিত সময় অতিবাহিত হওয়ায় আবারও তিনবার পত্রিকায় বিজ্ঞপ্তি দেয় নিয়োগ কমিটি। এরপরও নিয়োগ পরীক্ষা গ্রহণ না করায় আবারও সময় অতিবাহিত হয়। যার ফলে গত ২৬ জুন মাদ্রাসার অফিসে যেয়ে নিয়োগ পরীক্ষার ব্যাপারে জানতে চাইলে সুপার আরও ১২ লাখ টাকা দাবি করেন। এ সময় তিনি সুপারের কাছে আগে দেয়া দেড় লাখ টাকা ফেরত চান। টাকা ফেরত দিতে অস্বীকার করায় তিনি আদালতে এ মামলা করেছেন।