প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৯, ২০২৫, ১:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ১১:৫৩ পি.এম
ঝিকরগাছা আ’লীগের সভাপতিসহ দুইজন গ্রেফতার

যশোর প্রতিনিধি : যশোরের ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল ও নাভারণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান আলীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রোববার সন্ধ্যার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশের দাবি নাশকতার মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।
ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান খান জানান, জাহাঙ্গীর আলম মুকুল ও শাহজাহান আলীর বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা রয়েছে। গত ৫ আগস্টের পর থেকে তারা পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেলে উপজেলার বেনেয়ালী এলাকা থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুলকে এবং নাভারণ পেট্রোল পাম্পের সামনে থেকে নাভারণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান আলীকে গ্রেফতার করা হয়। তাদের সোমবার আদালতে সোপর্দ করা হবে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
জন্মভুমি অনলাইন মিডিয়া