জন্মভূমি ডেস্ক : যশোরের জীবননগর ও চুয়াডাঙ্গায় সরাসরি বাস চলাচলে সমন্বয়ের দাবিতে মানববন্ধন করেছে ঝিনাইদহের কালীগঞ্জ মোটর শ্রমিকরা।
সোমবার সকাল ১০টার দিকে মেইন বাসস্ট্যান্ড চত্বরে এ কর্মসূচি পালন করে। এসময় বক্তারা বলেন, বিগত পাঁচ বছর যাবত মালিক ও শ্রমিকদের মধ্যে সমন্বয় না থাকার কারণে গত ৫ বছর চুয়াডাঙ্গা টু যশোর রুটে সরাসরি বাস চলাচল বন্ধ ছিল। এখন সে বাঁধা না থাকার কারণে সরাসরি বাস চলাচলের সিদ্ধান্ত হয়েছে। এ কারণে টিপ না থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ শ্রমিকরা।
মানববন্ধনে বক্তারা দাবি করেন সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত শাপলা বাস চালাবেন না কালীগঞ্জ মোটর শ্রমিকরা। অবিলম্বে এই অবৈধ টিপ বাতিল করে সমন্বয়ের দাবি জানান তারা। এসময় বক্তব্য দেন, ইসলাম হোসেন, শান্তি মিয়া, পাপ্পুসহ অনেকেই।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত