জন্মভূমি ডেস্ক : ঝিনাইদহের শৈলকুপা হতে দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্রসহ ইমদাদুল মন্ডল (৪১) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)।রোববার (২৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার চরধলহরা গ্রামের বরিয়া প্রাইমারি স্কুলের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোঃ ইসতিয়াক হোসেন। গ্রেফতার ইমদাদুল মন্ডল উপজেলার চরধলহরা গ্রামের দিলবার হোসেন মন্ডলের ছেলে।
র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইসতিয়াক হোসেন জানান, দীর্ঘদিন ধরে অস্ত্রের কারবারসহ সন্ত্রাসী কার্যকালাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযান চালিয়ে ইমাদুলকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর স্বীকারোক্তি মোতাবেক আসামির হেফাজত থেকে একটি দেশীয় তৈরি পাইপগান উদ্ধার করা হয়। পরে তাকে অস্ত্র আইনের মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতার আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ওই আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে এলাকায় বিভিন্ন মাদক ব্যবসা, চাঁদাবাজি, রাহাজানীসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করত।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত