জন্মভূমি ডেস্ক : ঝিনাইদহের সাবেক দুই সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দার ও তাহজীব আলম সিদ্দিকীর জামিন মঞ্জুর করেছেন আদালত। রবিবার (২৪ নভেম্বর) দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. এমরান চৌধুরি তাদের জামিন মঞ্জুর করেন।
এদিন বিকেল সাড়ে ৫ টার দিকে সাবেক দুই এমপি কারামুক্ত হন। বিবাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শামসুজ্জামান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর নাশকতা মামলার আসামি ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা নায়েব আলী জোয়ার্দারকে গ্রেপ্তার করে র্যাব। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়।অপরদিকে গত ৭ নভেম্বর ঢাকার নবীনগর থেকে ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য তাহজীব আলমকে গ্রেপ্তার করে র্যাব। তার বিরুদ্ধে জামায়াতে ইসলামীর কর্মী আব্দুস সালাম হত্যা মামলাসহ আরো দুটি মামলা ছিল। এ মামলায় তাকে তিনদিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত