সোহেল আহমেদ, কালিগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহ- ৪ আসনের মহারাজপুর ইউনিয়নের কুলবাড়ি গ্রামের মনোরঞ্জন কুমার চৌধুরীর ছেলে পল্লী চিকিৎসক উত্তম কুমার চৌধুরীর কাছে মোবাইলে সন্ত্রাসীরা ২ লক্ষ টাকা চাদা দাবি করে আসছিল কিন্তু সর্বশেষ তাদের বেধে দেওয়া সময়ের মধ্যে টাকা না দেওয়া এবং থানাতে জিডি করায় সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে গত বুধবার রাতে উত্তম কুমার চৌধুরীর বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটায় । এ সময় তাদের পরিবারের আত্মচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায় ।
এ ব্যাপারে মহারাজপুর ইউনিয়নের বিএনপি’র সভাপতি শাহজাহান আলী জানিয়েছেন বিএনপিরা চাঁদাবাজি করে না। তাদের দলের নাম ভাঙ্গিয়ে জুলাইয়ের গণঅভ্যুত্থানে পরাজিত আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিএনপির ও বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য এ ঘটনা ঘটাচ্ছে। উল্লেখ্য জুলাইয়ের গণঅভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর থেকে ঝিনাইদহ – ৪ আসনের কালীগঞ্জের বিভিন্ন হাট বাজার গ্রামগঞ্জে নিরবে ও প্রকাশ্যে চাঁদাবাজি ও দখল বাজি চলছে । অপর এক খবরে জানা গেছে চাদা ও রাস্তায় জমি দিতে অস্বীকার করায় বারফা গ্রামের আফসার আলীর বাড়িঘর ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে বর্তমান বৃদ্ধ আফসার আলী( ৭৫)গ্রাম ছাড়া । এ ব্যাপারে আফসার আলী বাদী হয়ে কোটে মামলা করেছে বলে তার পুত্র সুমন জানিয়েছেন। কালীগঞ্জের বারবাজার এলাকায় চাঁদাবাজি, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি ও দখলবাজি সবচেয়ে বেশি হচ্ছে বলে জানা গেছে । কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলামের সাথে এ ব্যাপারে কথা বললে তিনি জানান, সরকার পরিবর্তনের পর চাঁদাবাজি হলেও বর্তমানে খুবই কম। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে । চোর, ডাকাত সন্ত্রাসী ও চাঁদাবাজিদের কোন অবস্থাতেই পুলিশ তাদের ছাড় দিবে না। রমজান ও ঈদ সামনে করে সন্ত্রাসীরা কোন প্রকার আইন শৃঙ্খলা অবনতি ঘটাতে না পারে, তার জন্য পুলিশ অত্যন্ত তৎপর আছে।
ঝিনাইদহে চাঁদার দাবীতে হিন্দু বাড়িতে ককটেল বিস্ফোরণ

Leave a comment