ডেস্ক রিপোর্ট : ঝিনাইদহ সদর উপজেলার শঙ্করপুর গ্রামে ছেলের হাতে পিতা শাহাদাত হোসেন (৬৫) খুন হয়েছেন। তিনি জামায়াতের রাজনীতিতে যুক্ত ছিলেন। আজ সোমবার (১৬ জুন) সকাল সাড়ে দশটার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
শাহাদাত শঙ্করপুর গ্রামের তাইজেল হোসেন ওরফের তাজেরের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে পিতার সঙ্গে ছেলে ফয়সাল হোসেন নিজের ঝালের ক্ষেতে কাজ করতে মাঠে যান। কাজ করার সময় বাগবিতন্ডার একপর্যায়ে ছেলে ফয়সাল তার হাতে থাকা কোদাল দিয়ে পিতার মাথায় আঘাত করেন। এতে প্রচুর রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই শাহাদত হোসেনের মৃত্যু ঘটে।
গ্রামবাসী আলী আজম জানান, নিহত শাহাদত জামায়াত কর্মী ছিলেন এবং তার ছেলে ফয়সাল মানসিক বিকারগ্রস্ত হিসেবে এলাকায় চিহ্নিত ছিলেন।
প্রতিবেশী আব্দুল আলীম জানান, ছেলে ফয়সাল দুই বছর ধরে মানসিক বিকারগ্রস্ত। এর আগে সে তার মাকেও মারধর করে হাসপাতালে পাঠিয়েছিল।
ঝিনাইদহ সদর উপজেলার বেতাই পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা এসআই জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত