জন্মভূমি ডেস্ক : ঝিনাইদহে শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার (১৯ জানুয়ারি) সকালে শহরের একটি বেসরকারি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি দোয়া ও আলোচনা সভার আয়োজন করে। জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাড কামাল আজাদ পান্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. আব্দুল মজিদ। আরও উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পাপ্পুসহ জেলা ও উপজেলা থেকে আগত বিএনপি, ছাত্রদল, যুবদল, মহিলাদল, কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। এসময় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি বাংলাদেশকে নতুন ও সম্ভাবনাময় দেশ গড়ে তুলে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর স্বপ্ন দেখান। স্বৈরাচার শেখ হাসিনার প্রেতাত্মারা এখনও দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে। আওয়ামী লীগের দুঃশাসন থেকে দেশ মুক্তি পেয়েছে। কিন্তু মানুষের ভোটের অধিকার এখনও প্রতিষ্ঠিত হয়নি।
শেষে জেলা বিএনপির নেতৃবৃন্দ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা ও খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করেন।