
ডেস্ক রিপোর্ট : ঝিনাইদহে একটি বেসরকারি প্রতিষ্ঠানের চারটি কাভার্ড ভ্যানে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে সদর উপজেলার আড়ুয়াকান্দি এলাকায় ডিপোর সামনে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত দেড়টার দিকে প্রাণ কম্পানির ডিপোতে বেশ কয়েকটি কাভার্ড ভ্যান পার্ক করে রাখা ছিল। এসময় কয়েকজন যুবক এসে চারটি কাভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ডিপোর ব্যবস্থাপক ওয়ালিদ হাসান জানান, রাতে স্বাভাবিক নিয়মেই গাড়িগুলো পার্কিং করা ছিল। হঠাৎ অজ্ঞাত কেউ বা কারা ভ্যানগুলোতে আগুন লাগিয়ে চলে যায়। ঘটনাটি তাদের কাছে অত্যন্ত সন্দেহজনক মনে হচ্ছে এবং এটি নাশকতার ঘটনা হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
এ বিষয়ে জানতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুল আরেফিনের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

