
ডেস্ক রিপোর্ট : ঝিনাইদহ শহরতলীর পবহাটি এলাকার ব্যবসায়ী মুরাদ হত্যা মামলার আরো দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে ঢাকার সাভারের কুমারবাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন ঝিনাইদহ শহরের কলাবাগান এলাকার খলিলুর রহমানের ছেলে সুলতান আহম্মেদ সোনা ও ভুটিয়ারগাতী এলাকার আক্তার হোসেনের ছেলে লাল।
বিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহ র্যাব ক্যাম্পের কম্পানি কমান্ডার মেহেদী ইমরান সিদ্দিকী বলেন, ‘মুরাদ হত্যা মামলার দুই আসামি সাভারে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে আসামিদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।’
গত ২৯ নভেম্বর দুপুরে ঝিনাইদহ শহরতলীর পবহাটি এলাকায় ব্যবসায়ী মুরাদ হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী সাথী বেগম বাদী হয়ে সদর থানায় মামলা করলে আসামি গ্রেপ্তারে অভিযান শুরু করে ঝিনাইদহ র্যাব ক্যাম্প। এখন পর্যন্ত ৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করেছে র্যাব।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত