
ডেস্ক রিপোর্ট : ঝিনাইদহের হরিণাকুন্ডে গাঁজা ও বিপুল পরিমাণ অস্ত্রসহ তাছলিমা আক্তার (৩৫) নামে এক নারীকে গ্রেফতার করেছে র্যাব-৬।
বুধবার (২৮ জানুয়ারি) রাতে হরিণাকুন্ড পৌরসাভার চটকাবাড়িয়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
তাছলিমা আক্তার ওই গ্রামের সাফায়েত আলীর কন্যা।
র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার এএসপি ইমরান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টার দিকে চটকাবাড়িয়া গ্রামের মাদক কারবারি মো. হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ২ কেজি গাঁজা ও ৮টি রাম দাসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ তাছলিমাকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় আব্দুল আজিজের ছেলে হোসেন পলাতক রয়েছে। সে এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের কারবার পরিচালনা করে আসছিল। পলাতক আসামিকে গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে। এ ঘটনায় স্থানীয় থানায় মামলা করা হয়েছে।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত