জন্মভূমি ডেস্ক : ঝিনাইদহ শহরে কিশোর সংঘের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে শহরের কচাতলার মোড়ে ২০০ শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন- কিশোর সংঘের উপদেষ্টা নাজমুস সাকিব, একে এম ওয়াহিদুল ইসলাম, সভাপতি তানভীর আহমেদ প্রিন্স, সাধারণ সম্পাদক সাকিব আহমেদ বাপ্পিসহ অন্যরা। কম্বল বিতরণ অনুষ্ঠানে কিশোর সংঘের সাধারণ সম্পাদক সাকিব আহমেদ বাপ্পি বলেন, আমরা প্রতিবছরই শীত বস্ত্র বিতরণ করে থাকি। তারই ধারাবাহিকতায় এবছরও ২০০ দুস্থ শীতার্তদের মাঝে শীতের কম্বল বিতরণ করলাম। তিনি আরও বলেন, রাতের আঁধারে যারা রাস্তায় শীতে কষ্ট করে তাদেরকেও আজ রাতে কম্বল বিতরণ করা হবে।