জন্মভূমি ডেস্ক : ঝিনাইদহের শৈলকুপার রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় জাবেদ আলী শেখ (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
সোমবার (২ ডিসেম্বর) সকালে নিত্যানন্দপুর ইউনিয়নের এমপি মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে। তিনি শৈলকুপার একই ইউনিয়নের ভান্ডারীপাড়া গ্রামের জাকের আলী শেখের ছেলে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে শৈলকুপা-হাটফাজিলপুর সড়কের এমপি মোড় নামক স্থানে রাস্তা পার হচ্ছিলেন বৃদ্ধ জাবেদ আলী। এ সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল বৃদ্ধ জাবেদকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত