জন্মভূমি ডেস্ক : ঝিনাইদহের হরিণাকুন্ডুতে সাবেক স্ত্রী লিপা খাতুনকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার দায়ে ঠান্ডু মন্ডল নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. বাহাউদ্দিন আহম্মেদ এ আদেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২২ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার সময় হরিণাকুন্ডুর বৃত্তিরপোল গ্রামের লিপা খাতুনকে আঘাত ও শ্বাসরোধ করে হত্যা করেন সাবেক স্বামী একই গ্রামের ঠান্ডু মন্ডল। ওই দিন রাতে সংশ্লিষ্ট হরিণাকুন্ডু থানায় ঠান্ডু মন্ডলকে প্রধান আসামি করে তিন জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন নিহত লিপা খাতুনের বাবা ফজলু মন্ডল। ২০১৭ সালের ১৯ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
আদালত সূত্রে জানা গেছে, এ মামলায় প্রধান আসামি ঠান্ডু মন্ডলকে যাবজ্জীবন কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন বিচারক। জরিমানার টাকা অনাদায়ে আরও পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে ঠান্ডু মন্ডলকে। মামলার অপর দুই আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।