জন্মভূমি রিপোর্ট : ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দারের ব্যক্তিগত গাড়িতে হামলা করে ব্যাপক ভাংচুরের ঘটনা ঘটেছে বৃহস্পুতিবার দুপুরে। তবে আক্রমন থেকে রক্ষা পেয়েছেন সংসদ সদস্য। ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এ ভাংচুরের ঘটনায় প্রতিবাদে প্রতিপক্ষের বাড়িতেও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দার এই প্রতিবেদককে জানান, কোটা আন্দোলনকারিরা লাঠিসোটা নিয়ে গাড়াগঞ্জ- কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করছে খবর পেয়ে গাড়াগঞ্জ এলাকায় গেলে তাদের সাথে কথা বলে তাদের একটি প্রচারণা মাইক নিয়ে নেন। অল্প কিছুক্ষণ পরই অন্য একটি গ্রুপের কয়েকজন অতর্কিতে তার গাড়িতে হামলা করে ভাংচুর করেন, তবে তিনি অক্ষত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সংসদ সদস্যের গাড়ি ভাংচুরের প্রতিবাদে একদল যুবক ¯’ানীয় আওয়ামী লীগ নেতা ও শৈলকুপার উমেদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাবদার হোসেন মোল্লার গাড়াগঞ্জের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে। তাদের একটি অংশ শৈলকুপা শহরের কবিরপুর তিনরাস্তায় সাবদার হোসেন মোল্লার ভবনে একটি শোরুমে ভাংচুর চালায়। এব্যাপারে শৈলকুপা সার্কেলের সহকারি পুলিশ সুপার অমিত কুমার বর্মণের সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি জানান, সব ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে এমূহুর্তে বিস্তারিত মন্তব্য করা সম্ভব হ”েছ না। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন পক্ষই থানায় মামলা করেনি বলে জানান সহকারি পুলিশ সুপার।