সাতক্ষীরা প্রতিনিধি: দুই দিনের টানা ভারী বর্ষনে প্লাবিত হয়েছে সাতক্ষীরার নিন্মাঞ্চল। ভারী বর্ষনে সাতক্ষীর অধিকাংশ এলাকা তলিয়ে গেছে। ভেসে গেছে অসংখ্য মহস্য ঘের, রোপা আমনসহ ফসলি জমি। প্লাবিত হয়েছে শহরের সাল্যে, মাছখোলা, বদ্দিপুর কলোনি, গাইবিল, রাজারবাগান, কামাননগর, কাটিয়াসহ শহরের বেশীরভাগ নিন্মাঞ্চলের বাড়ী ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান। ফলে পানিবন্দি হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। দুর্ভোগে পড়েছেন শহরের কয়েকটি এলাকার বাসিন্দারা। এছাড়া জেলার বিভিন্ন উপজেলায় শত শত হেক্টর জমির ঘের, ফসলের ক্ষেতসহ বিভিন্ন জলাভূমি ডুবে গেছে।
সাতক্ষীরা শহরে পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় চলাচলে মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন মানুষ। এমন অবস্থা যে, চলাচল করতে গিয়ে মানুষ দুর্ঘটনায় পড়ছেন।
বিনেরপোতা এলাকার রবিউল ইসলাম বলেন, বিনেরপোতা, গোপীনাথপুর, মাগুরা, খেজুরডাঙ্গা ও তালতলা এলাকার নিন্মাঞ্চল ডুবে গেছে। অনেকের বাড়িঘরে পানি উঠে গেছে। অনেকেই বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। রাস্তাঘাট পানির নিচে ডুবে রয়েছে। যাতায়াতে ব্যাপক দুর্ভোগের শিকার হচ্ছেন মানুষ। ফসলের মাঠ ও পুকুর পানিতে একাকার হয়ে গেছে।
সাতক্ষীরা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, শুক্রবার সকাল থেকে রোববার দুপুর পর্যন্ত সাতক্ষীরায় ১৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকাল থেকে আবহাওয়া স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস।
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো: মনিরুল ইসলাম জানান, টানা বৃষ্টিপাতের কারণে যেসব এলাকায় জোয়ার-ভাটার ব্যবস্থা নেই বিশেষ করে সাতক্ষীরা শহরসহ শহরতলীর বিভিন্ন এলাকায় দুই থেকে তিন ফুট পর্যন্ত পানি বৃদ্ধি পেয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ডের কোনো বাঁধ বৃষ্টিপাতের কারণে ঝুঁকিপূর্ণ নেই বলে দাবী করেন তিনি।
টানা বর্ষনে সাতক্ষীরার নিন্মাঞ্চল প্লাবিত
Leave a comment