
বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি ঃ জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপন কমিটির আয়োজনে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার বেলা ১১ টায় বটিয়াঘাটা উপজেলা সম্মেলন কক্ষে সাংবাদিকগণের সাথে অনুষ্ঠিত সভা উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন জলাশয়, খাল, বিল, ছোট পুকুর, যেখানে পানি থাকে সেখানে মাছের চাষের বিষয়ে বিষধ আলোচনা হয়। অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসিল্যান্ড মোঃ আব্দুল হাই সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যানদ্বয় নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল, বটিয়াঘাটা প্রেস ক্লাবের উপদেষ্টা আব্দুল হামিদ, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম শাহীন, সহ-সভাপতি মোঃ আসাদুজ্জামান উজ্জ্বল, কোষাধ্যক্ষ মোঃ তরিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক ইমরান হোসেন সুমন, সহ-সম্পাদক শাহীন বিশ্বাস, ক্রীড়া সম্পাদক অজিত রায় সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। এ সময় মৎস্য অফিসের সকল কর্মকর্তা ও কর্মাচারীগণ উপস্থিত ছিলেন।