ক্রীড়া প্রতিবেদক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে হতাশাজনক পারফরম্যান্সের পর এবার টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। ওয়ানডেতে তিন ম্যাচে কোনো প্রতিযোগিতাই করতে পারেনি টাইগাররা, হোয়াইটওয়াশ হয়ে ফিরেছে।
তবে সেন্ট ভিনসেন্টে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজে ভিন্ন ফলের আশায় আছেন জাতীয় দলের ওপেনার সৌম্য সরকার।
আত্মবিশ্বাসী সৌম্য বললেন, দল হিসেবে ভালো খেলতে পারলে ক্যারিবিয়ানদের হারানো সম্ভব। তিনি বলেন, “টি-টোয়েন্টি সিরিজে কে বড় দল বা ছোট দল সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো কে মাঠে ২০ ওভার ভালো খেলবে। আমরা ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন বিভাগেই যদি ভালো করতে পারি, তাহলে তাদের হারানো সম্ভব। ওরা ভালো দল, তবে নিজেদের সেরাটা দিতে পারলে আমরা জয় পেতে পারি।”
ওয়ানডেতে হোয়াইটওয়াশ হওয়া সত্ত্বেও সেখান থেকে ইতিবাচক দিক খুঁজছেন সৌম্য। তিনি মনে করেন, “আমরা ব্যাটাররা তিনশ রান করছি, এটা একটা ভালো দিক। যদিও সাম্প্রতিক দুই-একটি সিরিজে আমাদের পারফরম্যান্স ভালো ছিল না, তারপরও ব্যাটিংয়ে কিছু উন্নতি দেখা গেছে।”
শেষ ওয়ানডেতে বাংলাদেশের বোলাররা ৩২১ রানের পুঁজি রক্ষা করতে ব্যর্থ হওয়ায় হতাশা ছড়ায়। তবে সৌম্য আশা করছেন, টি-টোয়েন্টিতে বোলাররা কামব্যাক করবে। তিনি বলেন, “আমাদের বোলাররা সবসময় ভালো পারফর্ম করে আসছিল। এই সিরিজে হয়তো তারা একটু স্ট্রাগল করেছে। তবে আমি আশাবাদী, টি-টোয়েন্টিতে তারা ফিরবে। ব্যাটারদের ধারাবাহিকতাও গুরুত্বপূর্ণ। আমরা যদি এই ধারাবাহিকতা ধরে রাখতে পারি, তাহলে ব্যাটিং-বোলিং মিলিয়ে একটি ভালো সিরিজ হবে।”
টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি দেখাবে বাংলাদেশ দল কতটা প্রস্তুত একটি নতুন শুরু করার জন্য।
টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় বাংলাদেশ
Leave a comment