
ডেস্ক রিপোর্ট : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইজি বাইক ও থ্রিহুলারের মুখোমুখি সংঘর্ষে ঋষি মজুমদার নামে তিন মাস বয়সী এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় ওই শিশুর মাসহ আহত হয়েছেন আরো ৬ জন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় উপজেলার গোপালপুর ইউনিয়নের চাপরাইল ব্রিজ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু ঋষি মজুমদার উপজেলার গোপালপুর ইউনিয়নের জোয়ারিয়া গ্রামের রায় মোহন মজুমদারের ছেলে।
আহতদের মধ্যে ৪ জন টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বাকি ২ জনকে গুরুতর আহত অবস্থায় গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী বলেন, ‘যাত্রীবাহী একটি মাহেন্দ্র কোটালীপাড়া থেকে টুঙ্গিপাড়ায় আসছিল। বিপরীত দিক থেকে যাত্রীবাহী একটি ইজি বাইক টুঙ্গিপাড়ার জোয়ারিয়া থেকে কোটালীপাড়ার মাঝবাড়ি যাচ্ছিল।
গাড়ি দুটি টুঙ্গিপাড়ার গোপালপুরের চাপড়াইল ব্রিজ সংলগ্ন সড়কে পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। তখন ইজি বাইকে থাকা মায়ের কোল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি মাস বয়সী শিশু ঋষি মজুমদারের মৃত্যু হয়। এ সময় দুই গাড়ির ৬ যাত্রী আহত হন।’
তিনি আরো বলেন, ‘আহত ৬ জনের মধ্যে ৪ জন টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আর বাকি ২ জনকে গুতর আহত অবস্থায় গোপালগঞ্জ আড়াই শ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত