
জন্মভূমি রিপোর্ট : মহানগর আওয়ামী লীগ সভাপতি ও নবনির্বাচিত সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, খুলনার উন্নয়নে যা-যা প্রয়োজন সব করা হবে। দায়িত্ব গ্রহণের প্রথম পর্যায়ে নগরীর অসমাপ্ত উন্নয়ন কাজ সম্পন্ন করা হবে। এ কাজগুলো সম্পন্ন হলে খুলনার উন্নয়ন দৃশ্যমান হবে। তিনি আরো বলেন, নতুন বছরে আরো উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হবে। ইতিমধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। যা অচিরেই অনুমোদন পাবে। তখন খুলনা তিলোত্তমা ও স্মার্ট নগরীতে পরিণত হবে। এজন্য নগরবাসী সহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগীতা কামনা করছি।
বৃহস্পতিবার দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এসময়ে বক্তৃতা করেন খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। এসময়ে উপস্থিত ছিলেন কাজি আমিনুল হক, কাজী এনায়েত হোসেন, বেগ লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা শেখ শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, এড. আইয়ুব আলী শেখ, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, মো. আশরাফুল ইসলাম, শেখ মো. ফারুক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবির, শেখ মো. আনোয়ার হোসেন, প্যানেল মেয়র আলী আকবর টিপু, মো. শাহজাদা, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম চাঁন ফারাজী, কাউন্সিলর জেড মাহমুদ ডন, প্যানেল মেয়র আমিনুল ইসলাম মুন্না, এড. অলোকা নন্দা দাস, বীর মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা, শেখ মো. ফারুক হাসান হিটলু, শেখ মো. জাহাঙ্গীর আলম, মো. জাহাঙ্গীর হোসেন খান, কামরুল ইসলাম বাবলু, বীরেন্দ্র নাথ ঘোষ, হাফেজ মো. শামীম, মো. মফিদুল ইসলাম টুটুল, শেখ নুর মোহাম্মদ, মোজাম্মেল হক হাওলাদার, শেখ মো. মোশাররফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা স. ম রেজওয়ান, আলী আজগর মিন্টু, অধ্যা. রুনু ইকবাল বিথার, মাহবুবুল আলম বাবলু মোল্লা, এড. মো. সাইফুল ইসলাম, শেখ সৈয়দ আলী, এ কে এম সানাউল্লাহ নান্নু, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, মনিরুল ইসলাম বাশার, তসলিম আহমেদ আশা, শহিদুল ইসলাম বন্দ, এস এম আনিছুর রহমান, কাজী জাহিদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, কাউন্সিলর গাউসুল আজম, মনিরুজ্জামান খান খোকন, এস এম আকিল উদ্দিন, শেখ দাউদ হায়দার, এড. সুলতানা রহমান শিল্পী, বীর মুক্তিযোদ্ধা মো. মোতালেব হোসেন, রনজিত কুমার ঘোষ, এড. শেখ শামীম আহমেদ পলাশ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, এড. রাবেয়া ওয়ালী করবী, অধ্যা. এ বি এম আদেল মুকুল, এড. ইব্রাহিম খলিল ইমন, শেখ নজিবুল ইসলাম নজিব, নাসরিন আক্তার, আফরেজা জেসমিন বিথীসহ নবনির্বাচিত দলীয় কাউন্সিলর এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক-সদস্য সচিববৃন্দ।
বঙ্গবন্ধুর মাজারে ফুলের শ্রদ্ধা নিবেদন শেষে জাতির পিতা, মহান মুক্তিযুদ্ধ ও পনের আগস্টের সকল শহীদ এবং জাতীয় চার নেতার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।