
খুলনার তথ্যপ্রযুক্তি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করলো নব প্রতিষ্ঠিত সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান “টেকল্যাবস”। অভিজ্ঞ ও তরুণ ডেভেলপারদের সমন্বয়ে গঠিত এই প্রতিষ্ঠান সফটওয়্যার, ওয়েব অ্যাপ্লিকেশন ও মোবাইল অ্যাপ উন্নয়নের মাধ্যমে দেশের প্রযুক্তি শিল্পে নতুন দিগন্তের সূচনা করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. তৌফিক-ই-আহমেদ শুভ, প্রফেসর, সমাজবিজ্ঞান ডিসিপ্লিন, খুলনা বিশ্ববিদ্যালয়।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন টেকল্যাবস-এর ফাউন্ডার ইঞ্জিনিয়ার আবু বক্কর সিদ্দিক শামীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন —
নর্থ সাউথ পলিটেকনিক এর অধ্যক্ষ শেখ শিহাব উদ্দিন,
ফেমাস প্রপার্টিজ এর চেয়ারম্যান আব্দুল গফুর,
বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান,
এয়ারটেক আইটি লিমিটেড এর এমডি রুহুল আমিন,
কালবেলা পত্রিকার খুলনা বুরো চীফ বশির আহমেদ,
আইডিয়াল প্রপার্টিজ অ্যান্ড বিল্ডার্স এর ভাইস চেয়ারম্যান শেখ সাফাত হোসেন লিখন,
ডিএমডি শেখ রফিকুল ইসলাম,
খানজাহান নগর আবাসন এর এমডি শেখ সালাউদ্দিন,
ইসলামী ব্যাংক এর সিনিয়র অফিসার জিয়াউল হক,
এবং গ্রীন টাউন প্রপার্টিজ এর চেয়ারম্যান সাবেক নৌ কর্মকর্তা এস এম শফিকুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন টেকল্যাবস-এর কো-ফাউন্ডার ও ম্যানগ্রোভ ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কম্পিউটার সাইন্স বিভাগের প্রধান ইঞ্জিনিয়ার মোঃ মহসিন।
আরও উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আব্দুর রহমান, ডা. খান কামরুল ইসলাম, প্রধান শিক্ষক শেখ নজরুল ইসলাম,
ফাউন্ডারের পিতা মোসলেম গাজী, এবং তরুণ উদ্যোক্তা আব্দুল্লাহ হিল কাফি, মোস্তাফিজুর রহমান রনি, ফাইজুর রহমান রাসেল, আব্দুল্লাহ, আব্দুল মহাইমিন, সালমান ও ওবায়দুল্লাহ প্রমুখ।
উদ্বোধনী পর্বে অতিথিরা বেলুন ও ফিতা কেটে টেকল্যাবস-এর আনুষ্ঠানিক যাত্রার ঘোষণা দেন।
অনুষ্ঠানস্থলজুড়ে ছিল শিক্ষক, শিক্ষার্থী, প্রযুক্তিপ্রেমী তরুণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের প্রাণবন্ত উপস্থিতি।
টেকল্যাবস মূলত একটি পেশাদার সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি, যেখানে অভিজ্ঞ প্রোগ্রামার ও ইঞ্জিনিয়ারদের দল স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম, ইআরপি, সিআরএম, ই-কমার্স প্ল্যাটফর্ম এবং মোবাইল অ্যাপসসহ বিভিন্ন ধরনের কাস্টম সফটওয়্যার তৈরি করে থাকে।
প্রতিষ্ঠানটির লক্ষ্য— দেশীয় বাজারে মানসম্মত ও নির্ভরযোগ্য আইটি সমাধান প্রদান এবং স্থানীয় ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠানের ডিজিটাল রূপান্তরকে ত্বরান্বিত করা।
ফাউন্ডার ইঞ্জিনিয়ার আবু বক্কর সিদ্দিক শামীম বলেন—
“আমরা একটি দক্ষ ডেভেলপার টিম নিয়ে কাজ করছি যারা প্রযুক্তির মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে আরও স্মার্ট, স্বয়ংক্রিয় ও কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য বাংলাদেশে একটি বিশ্বমানের সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান গড়ে তোলা।”
অনুষ্ঠানের শেষে মুফতি মাহমুদুর রহমান ও আলামিন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। অতিথিদের আন্তরিক আপ্যায়নের মধ্য দিয়ে টেকল্যাবস-এর উদ্বোধনী অনুষ্ঠান সফলভাবে সমাপ্ত হয়।