
ক্রীড়া প্রতিবেদক : ২০২০ সালের ডিসেম্বরে লঙ্কান লায়ন্সের হয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাদা পোশাকে অভিষেক হয় শ্রীলঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গার। এরপর এখনো পর্যন্ত মাত্র চারটি ম্যাচ খেলেছেন ২৬ বছর বয়সী এই স্পিনার। লঙ্কানদের হয়ে দীর্ঘতম ফরম্যাটে সবশেষ মাঠে নেমেছিলেন ২০২১ সালের এপ্রিলে। অল্প সময়েই প্রতিভাবান বোলার হিসেবে খ্যাতি অর্জন করলেও তরুণ এ বোলার টেস্ট ক্রিকেট থেকে নিজের অবসরের ঘোষণা দিয়েছেন।
সাদা পোশাকের ক্রিকেটে আর না খেলার কথা নিজ দেশের ক্রিকেট বোর্ডকেও জানিয়েছেন হাসারাঙ্গা এবং তাতে অনাপত্তি নেই তাদেরও। রঙিন পশাকের ক্রিকেটে বর্তমানে অনযতম সেরা স্পিনার হিসেবে বেশ সুনাম আছে লঙ্কান এই বোলারের।
এদিকে টেস্ট ক্রিকেট থেকে অবসরের কারণ জানিয়ে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডকে চিঠি দিয়েছেন হাসারাঙ্গা। তাতে আর না খেলার কারণ হিসেবে তিনি জানিয়েছেন, সাদা পোশাকের বদলে রঙিন পোশাকের ক্রিকেটেই বেশি মনোযোগী হতে চান তিনি।
এদিকে লঙ্কান বিভিন্ন মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, মূলত শ্রীলঙ্কার হয়ে সীমিত ওভারের ক্রিকেটে খেলার পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে বেসি গুরুত্ব দিতে চান এই স্পিনার। তাই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি বলে দাবী করা হয়েছে দেশটির গণমাধ্যমে।
টেস্টে চার ম্যাচে খেলে হাসারাঙ্গা পেয়েছেন ৪টি উইকেট, ব্যাট হাতে করেছেন ১৯৬ রান। তবে সীমিত ওভারের ফরম্যাটে বেশ সফল এই বোলার, র্যাঙ্কিংয়ে ওয়ানডেতে ৮ম এবং টি-টোয়েন্টিতে আছেন ৫ম স্থানে।

