তালা প্রতিনিধি : তালা উপজেলার কুমিরা এলাকায় শফিকুল সানা (৩০) নামের এক যুবকের ট্রাভেল ব্যাগের ভিতর থেকে ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার উপজেলার কুমিরা বাজারের দুর্গামন্দিরের সামনে থেকে আটক করা হয়। আটক শফিকুল কুমিরা ইউনিয়নের রাঢ়ীপাড়া এলাকার সবুর সানার ছেলে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, মাদক পাচার হচ্ছে এমন গোপন খবর পেয়ে রাত সাড়ে তিনটার দিকে কুমিরা বাজার এলাকায় থানা পুলিশের একটি টিম অভিযান চালায়। এ সময় দুর্গামন্দিরের পাশের একটি ট্রাভেল ব্যাগে রাখা ২০বোতল ফেন্সিডিলসহ শফিকুলকে আটক করা হয়।
ওসি আরও জানান, এ ঘটনায় পাটকেলঘাটা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে। আসামীকে সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত