জন্মভূমি ডেস্ক : নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদির পরিবর্তে যোগ দিচ্ছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ট্রাম্প এবং ভাইস-প্রেসিডেন্ট ভান্সের শপথগ্রহণ অনুষ্ঠানের তদারকি কমিটি এ আমন্ত্রণ জানিয়েছে। ভারত সরকারের প্রতিনিধি হয়ে সেই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছেন পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। ২০ জানুয়ারি, সোমবার আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নিতে চলেছেন ট্রাম্প। সেখানেই উপস্থিত থাকবেন জয়শঙ্কর।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, আমেরিকা সফরে গিয়ে সে দেশের নতুন প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন পররাষ্ট্রমন্ত্রী। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গেও কথা বলবেন জয়শঙ্কর।
প্রসঙ্গত, ডিসেম্বরের শেষেও আমেরিকা সফরে গিয়েছিলেন জয়শঙ্কর। তার পর থেকেই ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমন্ত্রণ পাবেন কি না, সেই নিয়ে জল্পনা শুরু হয়েছিল।
এই প্রসঙ্গে মোদি সরকারকে কটাক্ষ করেছিলেন বিজেপিরই রাজ্যসভার সাবেক এমপি সুব্রহ্মণ্যম স্বামী। তিনি তার এক্স হ্যান্ডলে একটি পোস্টে লিখেছিলেন, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে আমেরিকা পাঠাচ্ছেন ওই আমন্ত্রণটি জোগাড় করে আনতে! ২০ জানুয়ারি, আমেরিকার সময় দুপুর ১২টায় শপথ নেবেন ট্রাম্প। ওয়াশিংটন, ডিসির ইউ ক্যাপিটলের ওয়েস্ট ফ্রন্টে হবে অনুষ্ঠান। শপথ নেওয়ার পরে ভাষণ দেবেন আমেরিকার নতুন নির্বাচিত প্রেসিডেন্ট।
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যাচ্ছেন না মোদি
Leave a comment