ডেস্ক রিপোর্ট : কাতারের আমির শেখ মোহামেদ বিন আবদুল রহমান আল থানি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন গাজা শান্তি প্রস্তাব যুদ্ধ বন্ধের একটি সুযোগ তৈরি করেছে, তবে প্রস্তাবের কয়েকটি পয়েন্ট ব্যাখ্যা ও সমঝোতা প্রয়োজন। মঙ্গলবার তিনি বলেন, প্রস্তাবে হামাসের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছেন। তিনি আশা প্রকাশ করেন, সব পক্ষ এই উদ্যোগকে গঠনমূলকভাবে গ্রহণ করবে। একই সময়ে তিনি বলেন, ফিলিস্তিনি অংশগুলোর সম্মতি এটা সফল করার জন্য অত্যাবশ্যক।
শেখ মোহামেদ জানান, সোমবারের আলোচনায় কাতার ও মিশর হামাসকে স্মরণ করিয়েছে আগে অস্ত্রকে নীরব করতে হবে। তিনি বলেন, দোহার তাৎক্ষণিক লক্ষ্য হলো যুদ্ধ, অনাহার, মানুষ হত্যা এবং গণহারে বাস্তুচ্যুত হওয়া বন্ধ করা। তিনি যোগ করেন, যে প্রস্তাব দেওয়া হয়েছে তার ব্যাপারে আলোচনা করা দরকার। বিশেষ করে কীভাবে এসব কাজ করা হবে তা নিয়ে বিস্তারিত আলাপ প্রয়োজন।
তিনি আরও বলেন, ফিলিস্তিনি জনসাধারণকে তাদের ভূমিতেই রাখতে ফিলিস্তিনি এবং মুসলিম দেশগুলো অক্লান্তভাবে কাজ করছে। তিনি বলেন, বর্তমানে একটি সুযোগ এসেছে; এটাকে কাজে লাগিয়ে কার্যকর সফলতা আনা উচিত।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত