চুলকাটি(বাগেরহাট)প্রতিনিধি : বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের হাকিমপুর সামসুলহুদা মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিশিষ্ট শিক্ষানুরাগী স্বর্গীয় ডাঃ দুলাল কৃষ্ণ শিকদারের ৫ম প্রয়ান দিবস স্বরণে প্রীতিফুটবল টুর্নামেন্ট ও স্বরণ সভা মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়েছে। শেখ কামরুজ্জামান এর সভাপতিত্বে স্বরণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি ইন্সপেক্টর বিকাশ চন্দ্র ঘোষ, বিশেষ অতিথি ছিলেন, হাকিমপুর নিন্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সাবেক সভাপতি শিশির শিকদার। মাওলানা মোহম্মদ শরিফুল ইসলাম এর সঞ্চালনায় এতে আরো বক্তৃতা করেন, প্রধান শিক্ষক বসুদেব পাল, সিনিয়র শিক্ষক হেমায়েত উদ্দিন শেখ, সঞ্জিত রায় ও চুলকাটি প্রেসক্লাবের সাধারন সম্পাদক শেখ আনিছুর রহমান, কামাল হোসেন ও আমজাদ হোসেন। এর আগে পদ্মা স্পটিং ক্লাব বনাম মেঘনা স্পটিং ক্লাবের মধ্যকার খেলায় ১-১ গোলে অমিমাংসিত হয়। খেলা পরিচালানা করেন দীপক কুমার মন্ডল, তাকে সহযোগীতা করেন সুমন পাল ও পার্থ সাহা।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত