ফুলতলা, খুলনা প্রতিনিধি : সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেছেন, বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে সঠিক চিকিৎসার মাধ্যমে মানুষের সেবার মানসিকতা ডাক্তারদের নিয়ে কাজ করতে হবে। দেশের সকল সেবামুলক সেক্টরে আজ সেবার মান বেড়েছে উল্লেখযোগ্যহারে। তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের চিকিৎসা সেবার মান উন্নয়নের জন্য ব্যাপক কাজ করে চলেছেন। তিনি আগামী ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকল শ্রম পেশাজীবী মানুষকে একসাথে কাজ করা আহবান জানান। গতকাল শনিবার বেলা ১১ টায় ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জেসমিন আরা’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য ও ওসি (তদন্ত) সঞ্জয় কুমার কুন্ডু, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিন, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস মৃনাল হাজরা, ইউপি চেয়ারম্যান সরদার মনিরুল ইসলাম, শিশু কনসালটেন্ট ডা. উত্তম কুমার দেওয়ান, মেডিসিন কলসালটেন্ট ডা. সাইফুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডা. হাসিবুর রহমান, মেডিকেল অফিসার ডা. সালিমা মেহের, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিনা খাতুন প্রমুখ। সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রিপেয়ারিং কাজের ক্ষেত্রে ঠিকাদারের কাজের মান নিম্ন হওয়ায় সদস্যবৃন্দ অসন্তোষ প্রকাশ করেন। উল্লেখ্য, আগামী ১০ জুলাই থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফিস গ্রহণ সাপেক্ষে দুপুর ২.৩০ মিনিট থেকে বিকেল ৫ টা পর্যন্ত সান্ধ্যকালীণ স্বাস্থ্যসেবা প্রদান করা হবে। এক্ষেত্রে মেডিকেল অফিসারদের ফিস ২’শ টাকা ও কনসালটেন্টদের ফিস ৩’শ টাকা ধার্য করা হয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত