জন্মভূমি ডেস্ক : বীর মুক্তিযোদ্ধা, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। এর পরিপ্রেক্ষিতে আজ (রোববার) দুপুরে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড।
সন্ধ্যায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু এ তথ্য জানান।
তিনি জানান, ডা. জাফরুল্লাহর অবস্থার এখনো উন্নতি হয়নি। এখন অক্সিজেন চলছে। নতুন করে চিকিৎসকরা ওষুধ পরিবর্তন করে দিয়েছেন। কিডনি ডায়ালাইসিসকেন্দ্রিক কিছু জটিলতায় এ সমস্যা বেড়েছে।
মেডিকেল বোর্ডের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মামুন মোস্তাফী গণমাধ্যমকে বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার গত তিনদিনে তেমন কোনো উন্নতি না হওয়ায় আজ দুপুর ১২টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসা বিশেষজ্ঞদের নিয়ে মেডিকেল বোর্ডের মিটিং করা হয়।
মেডিকেল বোর্ডে কিডনি, মেডিসিন, ভাস্কুলার সার্জন, বক্ষব্যাধি বিশেষজ্ঞ, ইনটেনসিভিস্ট চিকিৎসা বিশেষজ্ঞরা রয়েছেন।
এর আগে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ বি এম আবদুল্লাহ দুপুর ১টায় ডা. জাফরুল্লাহ চৌধুরীকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে দেখতে আসেন। তিনি সেখানে চিকিৎসার খোঁজখবর নেন এবং কিছু পরামর্শ দেন। এসময় তিনি চিকিৎসা টিমের বিশেষজ্ঞ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
ডা. জাফরুল্লাহ্ চৌধুরী দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন। গত ৫ এপ্রিল তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তিনি ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত