
বিজ্ঞপ্তি : গত ১৪ই আগষ্ট সোমবার নগরীর থ্রি ডক্টরস কোচিং সেন্টারের মালিক ডা. মো: ইউনুস-উজ-জামান তারিমকে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের সাথে জড়িত থাকার অভিযোগে সিআইডি’র একটি টিম গ্রেফতার করেছে। বিষয়টি বিবেচনায় নিয়ে স্বাচিপের সকল কার্যক্রম থেকে ডা. তারিমকে সাময়িক অব্যহতির জন্য কেন্দ্রীয় স্বাচিপে সুপারিশ করেছে জেলা স্বাচিপ।
বুধবার দুপুর দুইটায় খুলনা জেলা স্বাচিপের জরুরী কার্যকরী পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় উপ¯ি’ত চিকিৎসক নেতারা বলেন, স্বাচিপের খুলনা জেলা শাখা বিব্রতবোধ করছে। ঘটনাটি একান্তই তার ব্যাক্তিগত এবং এর দায়ভার কোনভাবেই সংগঠন বহন করে না।
সভায় সকল সদস্যদের সম্মতিক্রমে ডা. মো: ইউনুস-ইজ-জামান তারিম কে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), খুলনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক পদ ও সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যহতির সুপারিশ “কেন্দ্রীয় স্বাচিপ” কে অবহিত করা হয়েছে। উল্লেখ্য যে, বিষয়টি বিচারাধীন থাকায়, বিচারের রায় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।