বাগেরহাট অফিস : ডা: মোজাম্মেল হোসেন একজন আদর্শের দক্ষ সংগঠক ছিলেন তার শূন্যতা পূরণ হবার নয়, তিনি ৪৪ বছর একটানা বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এ সময় তিনি তৃণমূলপর্যায়ে দলকে সু-সংগঠিত করেছেন। তার আদর্শ আমাদের প্রতিটি নেতা-কর্মিদের মনে চিরদিন আদর্শ হয়ে থাকবে। বুধবার সকাল ১০টায় রামচন্দ্রপুর বাজারে ডা: মোজাম্মেল হোসেনের স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় বাগেরহাট জেলা সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্বা এ্যাড: ভুইয়া হেমায়েত উদ্দিন এ কথা বলেন।
রামচন্দ্রপুর ইউনিয়ন সভাপতি মো: দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো: মোজাম্মেল হোসেনের পরিচালনায় উক্ত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাঈদ ডাবলু, এ্যাড: অজিয়ার রহমান পিকলু, মো: সাইফুল ইসলাম, আবু বক্কার সিকদার, ইউপি চেয়ারম্যান আ: আলিম হাওলাদার, এ্যাড: লুনা সিদ্দিকী, মোল্লা আব্দুর রব, অধ্যক্ষ সাহাব উদ্দিন তালুকদার প্রমুখ। সভাশেষে বাগেরহাট আওয়ামী লীগের পক্ষ থেকে ডা: মোজাম্মেল হোসেনের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও বিশেষ দোয়া করা হয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত