চিত্রশিল্পী মিলন বিশ্বাস
একটা সময় আধুনিক উপকরণ
ছিলোনা বলে ঈদের শুভেচ্ছা,
হতো একে অপরের সামনে গিয়ে
মনের ভাব বিনয়ের মাধ্যমে।
এখন ডিজিটাল যুগে ঈদের
শুভেচ্ছা বার্তা বিনিময় হয়
ঈদগাহে না গিয়ে মোবাইল ফোনে,
মেসেঞ্জার আরো কতোকি হয়।
মোবাইল প্রেমীদের জন্য এই ঈদ
খুবই আনন্দের হয়েছে।
ঈদের শুভেচ্ছা জানানোর সেই সুব্যবস্থা
সৃষ্টিকর্তা দুটি ঈদ দিয়েছে উপহার ।
সন্ধ্যা হওয়ার শুরু থেকেই
খুঁজছে আমায় গুগোলে।
আগের মতো কেউ আর
থাকেনা আকাশের দিক চেয়ে।
বিল্লাল মাহমুদ মানিক
খুকুমণির ঈদ
খুকুমণি ঈদের দিনে
অনেক মজা করে,
ফিরনি-সেমাই গোশত-পোলাও
খায় সে পেটটি ভরে।
নতুন জুতো পায়ে দিয়ে
নতুন জামা গায়ে-
সালামী পায় সালাম করে
মুরুব্বিদের পায়ে।
ধনী-গরীব ভেদাভেদের
সুতো ছিঁড়ে ফেলে-
ছেলেমেয়ে সবার সাথে
নানান খেলা খেলে।
টিভি দেখে, ছবি আঁকে
পড়ালেখা ফেলে,
খুকুমণি ঈদের দিনে
স্বাধীন ডানা মেলে।