বিজ্ঞপ্তি : ডিজিটাল নথির (ডি-নথি) যুগে প্রবেশ করলো খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)। রোববার বেলা ৩টায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, এমপি, দেশের দশটি বিশ্ববিদ্যালয়ের ডি-নথি কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চেীধুরী। সভাপতিত্ব করেন ইউজিসির চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ। আলোচকবৃন্দ ছিলেন ইউজিসির সদস্য প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নূরুর আলম। স্বাগত বক্তব্য রাখেন ইউজিসির সচিব ড. ফেরদৌস জামান। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তৃতা করেন ইউজিসির আইসিিট বভিাগরে পরচিালক ড. সুলতান মাহমুদ ভূইয়া। উদ্বোধনী অনুষ্ঠানে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার কুয়েটের পক্ষে এ কার্যক্রমের সূচনা করেন। অনুষ্ঠানে কুয়েটের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা, সিস্টেম এনালিস্ট প্রকৌশলী প্রদীপ কুমার দাস, সহকারী রেজিস্ট্রার মোঃ মনিরুজ্জামান, পিএস টু ভাইস-চ্যান্সেলর শেখ ফিরোজ আহমেদ, সকেশন অফসিার (গ্রডে-১) মোঃ রাগীব হোসনে উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত