
যশোর অফিস : ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিকৃত ছবি ও বক্তব্য পোস্ট করার ঘটনায় আটক আলোচিত বিতর্কিত আনোয়ারুল কবীরের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার আসামির এ রিমান্ড আবেদনের শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম এ আদেশ দিয়েছেন। আয়োরুল কবীর ঝিনাইদহ মহেশপুরের নাটিমা গ্রামের মৃত এরাশাদ আলী মন্ডলের ছেলে ও ঢাকা মিরপুর শেওড়াপাড়া ৯৪/৩ মধ্য পিরেরবাগের বাসিন্দা।
মামলার অভিযোগে জানাগেছে, ২০২২ সালের ২১ মে থেকে ২৪ মে পর্যন্ত শেখ সাদিয়া মৌরিনের ফেসবুক আইডি থেকে আসামি আনোয়ারুল কবীর তার ছবি ও ভিডিও সংগ্রহ করে। এরপর আনোয়ারুল এডিটের মাধ্যেম বিকৃত করে তার নিজস্ব ফেসবুক আইডি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে। বিষয়টি সাক্ষীদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে তিনি মানসিকভাবে ভেঙ্গে পড়েন। পরে তিনি সাক্ষীদের সাথে আলোচনা করে ওই বছরের ২৫ মে ডিজিটাল নিরাপত্তা আইনে আয়োয়ারুলসহ দুইজনের নাম উল্লেখ করে কোতয়ালি থানায় মামলা করেন।
এ অভিযোগে ভিত্তিতে গত ২৪ মে ঢাকা মিরপুরের মা প্যাকেজিয় ফ্যাক্টরির থেকে আটক করে পুলিশ। পরদিন আনোয়ারুলকে এ আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন। এরমধ্যে ২৭ মে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অনুপম রায় আটক আনোয়ারুলের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। গতকাল মঙ্গলবার আসামির রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক আসামির একদিনের রিমান্ড মঞ্জুর করেন।