
ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি হয়ে বসতঘর এ রান্না ঘর পুড়ে ছাই হয়ে গেছে। রোববার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের খড়িবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে বসতঘর, রান্না ঘর, ৩০ মণ ধান ও বাড়ির আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
ডুমুরিয়া ফায়ার সার্ভিস অফিসের ইনচার্জ সরদার শরিফুল ইসলাম জানান, উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের খড়িবুনিয়া গ্রামে বাপ্পি রায় নামে এক ব্যক্তির বাড়িতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি হয়। সংবাদ পেয়ে তার নেতৃত্বে একদল ফায়ার সার্ভিস কর্মী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি।