ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় এক অটো রাইচ মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার শরাফপুর বাজারে এ ঘটনা ঘটে।এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মিল মালিক থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শরাফপুর বাজার সংলগ্ন ওই এলাকার নাহানুর শেখের নিজস্ব অটোরাইঢ মিলে ঘটনার দিন সন্ধ্যায় কাজকর্ম শেষে সকল রুমে তালা লাগিয়ে বাড়িতে যায়। এরপর গভীর রাতে তার রাইচ মিলে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আশপাশের লোকজন কে সাথে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এ সময় তার রাইচমিলে থাকা ৩টি ইলিমেটর, একটি টালনি ও ওয়ার্রিং বৈদ্যুতিক তার, একটি ১০মিলি সিলার, ৪টি ফিতা, ৫০ বস্তা ধান, টিনের চালসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার জানান। ঘটনা প্রসঙ্গে ওসি সেখ কনি মিয়া বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডুমুরিয়ায় অটো রাইচমিলে অগ্নিকাণ্ড
Leave a comment